বিমানবন্দরে ভারতীয় নাগরিকের জুতোর ভেতর ২ কেজি স্বর্ণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি স্বর্ণসহ এক কুলদীপ সিং নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আজ বুধবার ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকার উড়োজাহাজটি গতকাল সন্ধ্যা ৭টায় শাহজালালে এসে পৌঁছায়। উড়োজাহাজে ব্যাংকক থেকে আসা ভারতীয় যাত্রী কুলদীপ সিংয়ের কাছ থেকে দুই কেজি সোনা উদ্ধার করা হয়।
সাইদুল ইসলাম আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল অভ্যন্তরীণ চ্যানেলে আসার পর ওই যাত্রীকে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সোনার বার থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে ও শরীর তল্লাশি করে তার জুতো থেকে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক সোনার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।