বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডেমোক্রেটিক লীগ ডি এল’র শোক

0
khaleda zia

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডেমোক্রেটিক লীগ ডি এল’র শোক

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ডেমোক্রেটিক লীগ ডি এল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদরী শওকত ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।
মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অপোষহীন নেত্রী। বিভিন্ন সমস্যা, সংকটসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার আপোষহীন ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। দীর্ঘদিন পর বাংলাদেশ যখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে যাচ্ছিল, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মৃত্যু আমাদেরকে গভীরভাবে ব্যথিত করেছে। তার মৃত্যুর শোক বইয়ে বেড়ানো বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।
শোক বার্তায় নেতৃদ্বয় দেশনেত্রীর সার্বিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *