ব্যবসায়িক পরিবেশ চায় এফবিসিসিআই

0
1495363836

1495363836

হয়রানী মুক্ত অনুকূল ও ব্যবসায়িক পরিবেশ চায় এফবিসিসিআই। আজ রবিবার বেলা তিনটার দিকে ২০১৭-২০১৯ মেয়াদের এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এই দাবি করেন।

তিনি বলেন, আগামী দিনে সুন্দর ও ব্যবসায়িক অনুকূল পরিবেশের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়তে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে এফবিসিসিআই। এই সংগঠনকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেব প্রকৃতপক্ষে দাঁড়াতে গবেষণামূলক কাজ করতে হবে। এছাড়া, নতুন উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমদ নবনির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের হাতে দায়িত্ব অর্পণ করেন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আলী আশরাফ এমপি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, নবনির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এফবিসিসিআইয়ের ২৩ তম সভাপতি হলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *