ভোজন রসিকদের জন্য নতুন ফিচার গুগল ম্যাপসে

গুগল ম্যাপস ভোজন রসিকদের কথা চিন্তা করে এনেছে
‘এক্সপ্লোর ডিশেস’ নামে একটি অপশন। এটি ব্যবহারকারীদের সর্বাধিক জনপ্রিয় আইটেমগুলো শনাক্ত করতে, নতুন খাবারের সচিত্র সন্ধান দিতে এবং বিদেশি মেনুগুলোকে অনুবাদ করতে সহায়তা করবে।
এই প্রক্রিয়াটি রেস্তোরাঁর কোনও সহায়তা ছাড়াই কাজ করে। ব্যবহারকারীদের কেবল নিশ্চিত করতে হবে যে ছবিটি পরিষ্কার। তখন ছবির খাবার আইটেমটি গুগল ডাটাবেজে থাকলে ফোনে একটি ক্যাপশন তৈরি হবে। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। পরবর্তী সময়ে আইওএস–এ এটি ব্যবহার করা যাবে।