মন্ত্রীকে ‘বানর’ বলায় ছয় মাস নিষিদ্ধ মালিঙ্গা
ক্রীড়ামন্ত্রীকে বানর বলে ছয় মাস নিষিদ্ধ হলেন শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা। সঙ্গে জরিমানা করা হয়েছে পরবর্তী ওয়ানডের ৫০ শতাংশ ম্যাচ ফি।
প্রসঙ্গত, গত চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলংকার ক্রিকেটাররা ভালো করতে পারেননি। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় ম্যাথিউজ বাহিনীকে।
এরপরই ক্রিকেটারদের সমালোচনা করেন ক্রীড়ামন্ত্রী জয়াসেকারা।
মন্ত্রী বলেন, বেশির ভাগ শ্রীলংকান ক্রিকেটারের শরীরে ২৫ শতাংশের বেশি মেদ।
মন্ত্রীর এমন কথার কড়া ভাষায় জবাব দেন মালিঙ্গা।
পরে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে শ্রীলংকার ক্রিকেট বোর্ড। কমিটির কাছে নিজের ভুল স্বীকার করেন মালিঙ্গা।
প্রাথমিকভাবে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পরে সেই শাস্তি কমানো হয়। এখন ছয় মাস নিষিদ্ধ মালিঙ্গা।