‘মোরায়’ কক্সবাজার-চট্টগ্রাম উপকূল লণ্ডভণ্ড হয়ে পড়েছে

0
moheshkhali_48352_1496111557

moheshkhali_48352_1496111557

ঘূর্ণিঝড় ‘মোরায়’ কক্সবাজার-চট্টগ্রাম উপকূল লণ্ডভণ্ড হয়ে পড়েছে। বিশেষ করে কক্সবাজারের মহেশখালীতে এ সুপার সাইক্লোনের আঘাতে ওই এলাকায় ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্তমানে সর্বাধিক বাতাস প্রবাহিত হচ্ছে মহেশখালী দ্বীপে। বিভিন্ন সড়কে গাছ পড়ে রয়েছে। চলমান বিভিন্ন যানবাহন বিকল হয়ে সড়কে আটকে আছে।

ধলঘাটা, মাতারবাড়ি, সোনাদিয়া ও তাজিয়াকাটা এলাকা জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানিয়েছে।

মহেশখালীর বিভিন্ন এলাকায় কাঁচা ও আধাপাকা ঘর-বাড়ির উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *