রংপুরে বিক্রয় কেন্দ্র চালু করেছে নভোএয়ার

যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে রংপুরে সোমবার বিক্রয় কেন্দ্র চালু করেছে নভোএয়ার। বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন নভোএয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম।
জানা যায়, রংপুরে সোমবার বিক্রয় কেন্দ্র উদ্বোধন করে নভোএয়ার। বিক্রয় কেন্দ্র থেকে সরাসরি টিকেট ক্রয় করা যাবে। এছাড়া ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও উক্ত বিক্রয় কেন্দ্র থেকে সেবা প্রদান করা হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নভোএয়ারের পরিচালক হাসিবুর রশিদ ও অন্যান্য কর্মকর্তাসহ শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তারা।
যোগাযোগের ঠিকানা: ৪৭, ধাপ ক্যান্টনমেন্ট রোড, রংপুর। ফোন নম্বর: ০১৭৫৫৬৫৬৬৪৭ অথবা ১৩৬০৩, +৮৮-০৯৬৩৮০-১৩৬০৩, এক্সটেনশন: ৫১৬৩-৬৪।