রূপান্তরকামী অঞ্জলির অন্যরকম এক রেকর্ড

0
c2mrzchxaaa1njs_265032

c2mrzchxaaa1njs_265032

তার চলচ্চিত্রে আসাটা ঠিক অন্যদের মতো নয়। অনেক সংগ্রাম, অনেক ত্যাগের পর সাফল্যের এই জায়াগাটা ছুঁতে পারলেন তিনি।

তিনি অঞ্জলি আমির। এক সময় পুরুষ ছিলেন। এখন আপাদমস্তক নারী।

অঞ্জলি সম্প্রতি মালয় ভাষার চলচ্চিত্র ‘পেরানবু’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম কোন রূপান্তরকামী ছবির প্রধানচরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।রূপান্তরকামী অঞ্জলির অন্যরকম এক রেকর্ড

২১ বছর বয়সী অঞ্জলি জানান, ২০১৩ সালে অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেন তিনি। যদিও এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস।

দশম শ্রেণির পর থেকেই তিনি নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন। কিন্তু পরিবার ও সমাজ তার এই পরিবর্তনকে স্বীকৃতি দিতে চায়নি। এজন্য ঘরছাড়া হতে হয়েছে। বেশকিছু দিন বেঙ্গালুরুতে ছিলেন রূপান্তরকামীদের সঙ্গেই। সেখান থেকে চলচ্চিত্রের লোকজনের সঙ্গে যোগাযোগ। এরপর অভিনয়ে আসার ইচ্ছা প্রকাশ এবং একপর্যায়ে সুযোগ।

anjali_265032_0

চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, অঞ্জলি ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মাইলফলক ছুঁয়ে ফেলছেন। কারণ রূপান্তরকামী হিসেবে তিনিই প্রথম অভিনেত্রী; যাকে ছবির প্রধান চরিত্রে দেখবে দর্শক।

অঞ্জলি অবশ্য এরআগে মডেল হিসেবে কাজ করেছেন।

‘পেরানবু’ ছবিতে তাকে দেখা যাবে মালয়ালম সুপারস্টার মাম্মুত্তির বিপরীতে। ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার রাম। অঞ্জলি বলেন, সুপারস্টার মাম্মুত্তিই পরিচালকের কাছে তার নাম প্রস্তাব করেন। ঘটনাটি তার কাছে একটি স্বপ্ন ছোঁয়ার মতো।

মালয় ভাষার পাশাপাশি তামিল ভাষাতেও ছবিটি মুক্তি পাবে এ বছরের শেষ দিকে। সূত্র: ইন্ডিয়া টাইমস

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *