লন্ডনে কী করছেন অক্ষয়?
অনলাইন ডেস্ক : মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি ‘টয়লেট এক প্রেম কথা’, যা ইতিমধ্যেই বহুল চর্চিত। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবির চিত্রনাট্য। তবে এখন যখন বলিউড ছবি তৈরির থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে ছবির প্রচারে। সেখানেই কিছুটা অন্যপথে হাঁটতে দেখা যাচ্ছে আক্কিকে।
ছবির প্রচার যে করছেন না সেরকম নয়। যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ছবির ট্রেলার লঞ্চ করে ইতিমধ্যেই তিনি সাড়া ফেলেছেন। কিন্তু তারপর সেভাবে যেন গুরুত্বই দিচ্ছেন না প্রমোশনে। তা নাহলে ছবি মুক্তির আগে যেখানে শাহরুখের মতো সুপারস্টারেরা দেশের সব শহরে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে অক্ষয় ছবির প্রমোশন ছেড়ে ব্রিটেন চলে যান!
সবার মনে একটাই প্রশ্ন, কেন এ সিদ্ধান্ত নিলেন তিনি? কি এমন জরুরি দরকার যে ছবির প্রচার মাঝপথে ছেড়ে আক্কি বিদেশ পাড়ি দিলেন?
আসলে এইসময় দাঁড়িয়ে বলিউডে অক্ষয় এরকম একজন স্টার যিনি বছরে একাধিক ছবি করেন ও প্রত্যেকটি ছবিই বক্সঅফিসে বাজিমাত করে। তাই তার সবসময়ই পায়ের তলায় সর্ষে। একটি ছবির শুটিং শেষ করেই শুরু হয়ে যায় পরের ছবির কাজ। তবে তারই মাঝে কিছুদিন আগেই পরিবারের সঙ্গে ফান্সে ছুটি কাটিয়ে এলেন আক্কি।
তবে এবার ফ্রান্স নয়, লন্ডনে পাড়ি দিলেন অক্ষয়। যদিও সঙ্গে রয়েছে তার পরিবার, তবে এবার আর হলিডে নয়। নিজের পরবর্তী ছবি ‘গোল্ড’-এর শুটিং করতেই তার এই বিদেশ ভ্রমণ। জুলাইয়ের শেষের দিকে সপরিবারে দেশে ফিরবেন অক্ষয়। আর এই শুটিংএর জেরেই ‘টয়লেট এক প্রেমকথা’-র প্রমোশনে থাকতে পারছেন না তিনি।
অক্ষয় তার ক্যারিয়ারের শুরু থেকেই ছবি রিলিজের সময় দেশে থাকতেন না, তার মনে হত তিনি না থাকলে তার ছবি বেশি পছন্দ করেন দর্শকরা। অবশ্য বিগত কয়েকবছরে সেই ধারণা থেকে নিজেকে মুক্তি দিলেও আবারও কি পুরোনো কুসংস্কারে ফিরলেন আক্কি, বলিউডের অন্দরে কান পাতলে এখন সেটাই গুঞ্জন। সূত্র: সংবাদ প্রতিদিন