শ্যামলী স্কয়ার শপিং মলের র্যাফেল ড্র অনুষ্ঠিত

শামলী স্কয়ার শপিং মল, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা’র উদ্যোগে ১ম রমজান থেকে চাঁদরাত পর্যন্ত বিক্রির লটারীর টিকেটের র্যাফেল ড্র আজ শুক্রবার (১৩ জুন) মার্কেটের সামনে উন্মুক্ত ভাবে অনুষ্ঠিত হয়েছে।
র্যাফেল ড্র অনুষ্ঠানে আগত ক্রেতা,বিক্রেতা, মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ২০ জন উক্ত র্যাফেল ড্র টিকেট বক্স থেকে টিকেট তুলেন এবং পর্যায়ক্রমে তাদের নাম ঘোষনা করেন ও মোবাইলে তাদেরকে ফোন দিয়ে জানান।
যারা পুরস্কার পেয়েছেন তাদের টিকেট নম্বর হলো: ১ম- ২৫৭৪১ নাম- মাইমুনা (মটর সাইকেল) , ২য়- ৩৩১৬১ (ফ্রিজ) ৩য়- ৬৪৯৯ (৩২ইঞ্চি টেলিভিশন) সহ মোট ২০টি পুরস্কার । উপস্থিত কয়েকজনকে পুরস্কার বিতরণ করা হয়েছে । যারা আসতে পারে নাই তাদেরকে মার্কেটের নোটিশ বোর্ডে টাঙ্গানো নামের তালিকা দেখে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে হোসাইন মোহাম্মদ এরশাদ (টিটু) সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সুচনা হয় এবং সভাপতি নাসির উদ্দিন বাবুল সমাপণি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামলী স্কয়ার শপিং মলের উপদেষ্ঠা তরিকুল ইসলাম, সভাপতি নাসির উদ্দিন বাবুল, সহ সভাপতি মো: শফিকুল ইসলাম মিয়া, সম্পাদক হোসাইন মোহাম্মদ এরশাদ (টিটু), সহ সম্পাদক মো: মোজ্জাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, আভ্যন্তরীন হিসাব রক্ষক কামাল হোসেন, দপ্তর সম্পাদক শাহ জামান হাওলাদার প্রমুখ ।