সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি রানা দাসগুপ্তের

আগামী সংসদ নির্বাচনের আগেই সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শিব সিদ্ধেশ্বরী নাট মন্দিরে জেলা ঐক্য পরিষদের বর্ধিতসভায় তিনি সরকারের প্রতি এ দাবি জানান।
রানা দাশগুপ্ত বলেন, কেউ কেউ ভাবেন সংখ্যালঘুরা হচ্ছে- আপদ। তারা বলেন, দেশটা ছাড়েন। অনেকেই ভাবেন সংখ্যালঘুরা ভোটব্যাংক। আমরা বলতে চাই- সংখ্যালঘুরা কারও ভোটব্যাংক নই। আমরা তুরুপের তাস হয়ে বেঁচে থাকতে চাই না।
তিনি আগামী সংসদ নির্বাচনের আগেই সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালিপদ ঘোষের সভাপতিত্বে বর্ধিতসভায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবীন নাথ বসু, অ্যাডভোকেট দীপক ঘোষ, অধ্যাপক উর্মিলা রায়, অধ্যাপক আশুতোষ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।