সংবাদ সম্মেলনে শুভকামনা জানিয়ে বিদায় চিহ্ন দেখান ওবামা

0
4e5b5ae3e45939b585a1ea67182330b6-588024fd1af71

4e5b5ae3e45939b585a1ea67182330b6-588024fd1af71

দিনবদল ডেক্ম: মার্কিন রাজনীতির ইতিহাসের সাড়া জাগানো প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদ শেষ করার পর বহু আলোচনা আর বহু তর্ক বিতর্কের জন্ম নিয়ে বিদায় নিতে যাচ্ছেন ওবামা। সবশেষ সংবাদ সম্মেলনে তাই সাংবাদিকদের শুভকামনা জানিয়ে বিদায় চিহ্স দেখান তিনি। গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের অপরিহাযর্ঙ ভূমিকার কথা বলেছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওবামার শেষ সংবাদ সম্মেলনের খবর দিয়েছে।

বিদায়ী এই সংবাদ সম্মেলনে প্রায় এক ঘন্টা কথা বলেন ওবামা।কথা বলেন থেমে থেমে । হোয়াইট হাউজ প্রেস কর্পসকে ধন্যবাদ দেন তিনি।
মাঝে মধ্যে তাঁর কন্ঠ হতাশাজনক শোনালেও প্রেসিডেন্ট ওবামা বলেন, হোয়াইট হাউজে সাংবাদিকরা থাকায় তাঁর কাজকর্ম আরো সুনিপুনভাবে করাটা সহজ হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমেরিকার আপনাদেরকে দরকার। মার্কিন গণতন্ত্র রক্ষায় আপনাদেরকে দরকার’।
প্রেসিডেন্ট হিসেবে শেষ সংবাদ সম্মেলনে মার্কিন-রাশিয়া সম্পর্ক, ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াসহ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন ওবামা।

নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন পরামর্শ।তবে ওবামার শেষ সংবাদ সম্মেলনে সব ছাপিয়ে সমালোচনা তীর ছিল চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্তকে ঘিরে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করেছিলেন বারাক ওবামা। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথম মেয়াদে ক্ষমতায় আসেন। এর পর ২০১২ সালে দ্বিতীয় দফায়ও বিজয়ী হন। শুরু থেকেই বিভিন্ন বিরোধিতা ও সমালোচনার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে।
২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে ওবামার শেষ সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছে বিদায়ী প্রেসিডেন্টের প্রতি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *