সাবরিনা ফারহা-তোমার জন্য বাংলাদেশ গবির্ত .

করোনার আঘাতে পুরো ইটালি সহ মিলান শহর যখন স্তব্ধ, সকল কিছু বন্ধ, মানুষ যেখানে ঘর থেকে বের হতে সাহস পায় না। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালের অসুস্থ রোগীদের জন্য খাবার প্রস্তুত করার সেকশনে কাজ করছে ইতালি প্রবাসি সাহসী সেই বাংলাদেশী নারী সাবরিনা ফারহা । যেখানে অনেকেই ভয়ে কাজ ছেরে বাসায় বসে আছে, তখন তাকেও বলা হয়েছিল কাজ না করার জন্য কিন্তু তার উত্তর ছিল।
সাবরিনা ফারহা তার নিজের ফেইসবুক পোস্টে লিখেছেন-
“যেখানে হাজার হাজার চিকিৎসক ও নার্স জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছে এই বিপদের সময়, সেখানে আমি কিভাবে বাসায় বসে থাকি। আমরা খাবার সরবরাহ না করলে তারা শক্তি পাবে কোথা থেকে আর রোগীরাই বা কিখাবে।”
জীবন বাজি রেখে এই চরম পরিস্থিতিতে ইতালির ডাক্তার এবং নার্সদের পাশাপাশি কাজ করে যাওয়া সাহসী সেই বাংলাদেশী নারী সাবরিনা ফারহার জন্য আজ বাংলাদেশ গবির্ত।