সাবেক ডিআইজির মৃত্যুতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

0
SHOK20170523030425

SHOK20170523030425

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আবদুল জলিলের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার রাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এই শোক জানানো হয়।

রোববার দিবাগত রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবদুল জলিল। তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগী থানার ছোপখালী গ্রামে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৮ সালে এএসপি হিসেবে যোগদান করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চাকরি জীবনে তিনি চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফিতর, ফরিদপুর, এসবি, খুলনা রেঞ্জ, সিআইডি ও ডিএমপিতে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *