সাড়ে ৮ শতাধিক পুলিশ সদস্য করনায় আক্রান্ত, ৫ জনের মৃত্যু

0
bd-police-b-20181108095929

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ন্যূনতম সুরক্ষা সামগ্রী নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে-ঘাটে কাজ করছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি মানবিক সহায়তাও করছেন তারা। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়ি-বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা। এমনকি লকডাউনে আটকে পড়াদের বাজারও করে দিচ্ছেন তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বিশেষ করে পুলিশের ভূমিকা প্রশংসিত হচ্ছে বেশি। করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া পুলিশ বাহিনী ভূমিকা প্রশংসিত হচ্ছে মানুষের মুখ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে ন্যূনতম সুরক্ষা সামগ্রী নিয়ে ঝুঁকির মধ্যে কাজ করায় করোনাভাইরাসে পুলিশ সদস্যরা বেশি আক্রান্ত হচ্ছেন।
পুলিশ সদর দপ্তরের সূত্র অনুযায়ী, ০৩ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন পুলিশ সদস্য মৃত্যু বরণ করেছেন। আর সব মিলিয়ে সারা দেশে ৮৫৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিতে করোনায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত ৪৪৯ জন। কোয়ারেন্টিনে আছেন সাড়ে ১২শত পুলিশ সদস্য। আইসোলেশনে আছেন ৩১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ জন পুলিশ সদস্য।
এ অবস্থায় পুলিশ সদস্যদের মাঝে আতংক বিরাজ করছে। যদিও আতংক এবং

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *