হিযবুত তাহরীর সন্দেহে দুইজন আটক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকার মাজার মসজিদ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজ পড়ার সময় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই শাহেদ আলী সিভিলে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের নাম শাহাদাৎ হোসেন ও হুমায়ুন আহমেদ। তারা ওই মসজিদে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ করছিলেন।
সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন জায়গায় হিযবুত তাহরীরের সরকার বিরোধী লিফলেট দেখা যাচ্ছে। আটক ব্যক্তিদের বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেনকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।