নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাঠে নামবে ১৮ নভেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে

0
rubabadawla 2

rubabadawla 2বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পঞ্চম আসরে দারুণ ছন্দে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটি তে। আগামী শনিবার (১৮ নভেম্বর) রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য একটু দুঃসংবাদ হলো তাদের দলের অন্যতম দুই খেলোয়াড় মোহাম্মদ নাবি ও রশিদ খান চলে যাচ্ছেন। কিন্তু দলে যোগ দিচ্ছেন পাকিস্তানি আরো তিন ক্রিকেটার তারা হলেন শোয়েব মালিক, হাসান আলী ও ফকর জামান। আজ দলের অনুশীলন দেখতে মিরপুরে অ্যাকাডেমিক মাঠে আসেন নাফিসা কামাল, তখন সাংবাদিকদের এই কথা জানান।

আগামী শনিবার (১৮ নভেম্বর) রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশ ছাড়বে মোহাম্মদ নাবি ও রশিদ খান। তাদের চলে যাওয়ার প্রসঙ্গে নাফিসা বলেন, হ্যাঁ, রশিদ আর নাবি যাচ্ছেন কিন্তু স্বল্প সময়ের জন্য তাদের দুইবাইতে তিনটি ম্যাচ আছে ওই ম্যাচ খেলেই আবার বিপিএলে খেলতে চলে আসবেন।
অন্যদিকে তাদের পরিবর্তে দলে যোগ দিচ্ছেন পাকিস্তানি তিন ক্রিকেটার শয়েব মালিক, হাসান আলী ও ফকর জামান।

দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় চলে যাচ্ছে এতে দলের কোন সমস্যা হবে কী না সে প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, আসলে এটা আমরা আগে থেকেই জানি কে আসবে কে যাবে। তাই ওই ভাবেই চিন্তা করে হয়েছে কার জায়গায় কে খেলবে। তাই মনে হয় না এটি দলের জন্য কোন সমস্যা হবে।

বোলিংয়ে কুমিল্লা বেশ ভালো করছে কিন্তু ব্যাটিংয়ে বড় রান বা পারফম্যান্স করতে পারছে কি না জানতে চাওয়া হলে নাফিসা বলেন, আসলে আমরা এখনো ওই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। তাই আমরা খুব আরামেই ব্যাটিং করে যাচ্ছি। কিন্তু আমরা আশা করি বড় কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলে সেই ভাবে ব্যাটিং করবো।

আগামী শনিবার (১৮ নভেম্বর) রংপুরের বিপক্ষে ম্যাচ। আর এই ম্যাচটিকে বিপিএলের চমক ম্যাচ হবে বলে ধারনা করা হচ্ছে। কারণ রংপুরের হয়ে মাঠে নামছেন গেইল ও ম্যাককালাম এই ম্যাচটি কুমিল্লার জন্য চ্যালেঞ্জ হবে কি না?

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, যখন যে টিমকে আমরা ফেস করবো সেই ভাবেই আমরা প্রস্তুত থাকবো। আমরা রংপুরের দুর্বলতাও জানি তাই সেই ভাবেই প্রস্তুত আছি। আমাদের ব্যাটিং লাইন আপ অনেক বেশি লম্বা। এখনো তেমন কোন চ্যালেঞ্জ হয়নি। যদি হয় তাহলে সেটি তারা প্রামণ করতে পারবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *