২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময় ঘোষণা

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের (২০১৯) সময় ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এবারের ক্রিকেট আসর শুরু ৩০ মে।
মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কলকাতায় অনুষ্ঠিত মিটিংয়ে এ ঘোষণা দিয়েছে। বিস্তারিত সূচি ঘোষণা করা হবে ৩০ এপ্রিল।
আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আসর ১০ দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আটটি দল আগেই চূড়ান্ত ছিল। কিছু দিন আগে বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
পূর্ব থেকে নির্ধারিত আটটি দল হচ্ছে- ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষ থাকায় এসব দেশের অংশগ্রহণ নিশ্চিত ছিল।