৩ বাংলাদেশী শান্তিরক্ষীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার এক শোকবার্তায়, প্রধানমন্ত্রী মালিতে শান্তি বজায় রাখতে বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ‘তাদের মৃত্যুতে বিশ্বশান্তি এবং বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হলো।’
শেখ হাসিনা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শেখ হাসিনা আহত চার বাংলাদেশী শান্তিরক্ষীর আশু আরোগ্য কামনা করেন।