৪০ মিনিটেই পৌঁছাবে জরুরি পণ্য
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর এই সময় গ্রাহকসহ সবাইকে নিরাপদে রাখতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে পাঠাও। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অন-ডিমান্ড ডেলিভারি সার্ভিস ‘টঙ’ পুনঃরায় চালু করেছে প্রতিষ্ঠানটি।
পাঠাও ব্যবহারকারীরা এখন অর্ডার দিয়ে সহজেই খাবার ও পানীয়, নিত্যপণ্য, স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত পণ্য এবং ব্যবস্থাপত্র লাগে না এমন সব প্রয়োজনীয় ওষুধপত্র পেতে পারেন। ৪০ মিনিটেরও কম সময়ের মধ্যে ব্যবহারকারীদের ঘরের দরজায় অর্ডারকৃত জিনিসপত্র পৌঁছে দেবে পাঠাও। পাঠাও অ্যাপসের ফুডে ক্লিক করে যে কেউ ‘টঙ’ সেকশনে ঢুকতে পারবেন।
ডিজিটালি পরিশোধকৃত যেকোনও অর্ডারি পণ্য কোনও রকম হাতের প্রত্যক্ষ স্পর্শ ছাড়াই অর্ডাকারীর কাছে পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ঘরের দরজা কিংবা অন্য কোনও নির্দিষ্ট স্থানে অর্ডারি পণ্য ডেলিভারি দেওয়ার সময় পাঠাও প্রতিনিধিরা অর্ডারকারীর থেকে অন্তত: তিন ফুট দূরে দাঁড়াবেন। অ্যাপস ব্যবহারকারীরা ভিসা কার্ড, ডেবিট কার্ড, এবং মোবাইলে অর্থ লেনদেন সেবাগুলোর মাধ্যমে সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন।