চিরনিদ্রায় শায়িত হলেন একাত্তরে মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা কমান্ডার শহীদুল হক মামা

0
Shohidul20170704182819

Shohidul20170704182819

একাত্তরে মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামাকে মঙ্গলবার বাদ জোহর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে শহীদুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুবের নেতৃত্বে গার্ড অব অনার প্রদানের পর ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা জহির উদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালালের নেতৃত্বে আরেক দফা গার্ড অব অনার প্রদান করেন।

শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত সবাই এই বীর মুক্তিযোদ্ধার সাহসী ভূমিকার প্রশংসা করেন।

শহীদ মিনারে মরহুমের পরিবারের সদস্য ও স্বজন ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

গত ৩০ জুন কাতারের দোহায় একটি হাসপাতালে মারা যান সৈয়দ শহীদুল হক মামা। মঙ্গলবার ভোর ৬টার দিকে তার লাশ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে। পরে তা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়।

বাংলাদেশ সময় গেল শুক্রবার রাত ১২টার দিকে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদুল হক মামা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *